ভাইবা দেওয়ার আগে যে ১০টি কাজ করণীয়

একটি সফল ভাইবা মূলত চাকরির প্রার্থীর জন্য সফলতার মূল অধ্যায়।তাই চাকরি পেতে ভাইবা ভালো দেওয়ার কোনো বিকল্প নেই। আপনি  যদি একজন চাকরি প্রার্থী বা ভাইবা প্রার্থী হয়ে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছে। 
ভাইবা দেওয়ার আগে যে ১০টি কাজ করণীয়
আজকের এই পোস্টে ভাইবা দেওয়ার আগের দিন ও ভাইবা চলাকানীন সময় যা যা করবেন সকল নিয়ম ও তথ্য দেওয়া হবে।ভাইবাতে শুধু চাকরির প্রার্থীর একাডেমিক রেজাল্ট দেখা হয় না।চাকরী প্রার্থীর আচার,আচরণ, বলন, চলন ভঙ্গি সব দেখা হয়।

তাই আপনি যদি ভাইবা দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য গুলো না জানেন তাহলে ভাইবা আশানুরূপ হবে না। একজন চকরির প্রার্থী জানা যে ভাইবা দেওয়ার পর চাকরি না হলে কত কষ্ট হয়।তাই ভাইবা সুষ্ঠ ভাবে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই বিষয় গুলো জানতে হবে।

সূচিপত্রঃ ভাইবা দেওয়ার আগে যে বিষয়গুলো আপনার জানা উচিত

ভাইবা দেওয়ার আগে যে ১০টি কাজ করণীয়

ভাইবা দেওয়ার আগের দিনের কাজ

ভাইবা দেওয়ার আগের দিন আপনাকে অবশ্যই কিছু বিষয় গুলো মাথায় রাখতে হবে।বিষয় গুলো নিম্নরুপ দেওয়া হলো :
১/ ভাইবার আগের দিন আপনার প্রয়োজনীয় কাগজ পত্র,একাডেমিক কাগজ পত্র ঠিক ঠাক আছে কি না সব দেখতে হবে।তার পর সব গুলো একের পর এক গুছিয়ে সাজাতে হবে।তার পর কোর্ট ফাইলের ভিতরে রাখতে হবে।ভাইবার জন্য প্রবেশ পত্র অনলাইন থেকে ডাউনলোড করে কম্পিউটার এর দোকান থেকে কাগজ বের করে নিতে হবে। প্রবেশ পত্র টি প্রয়োজনীয় কাগজের সাথে যুক্ত করতে হবে।
২/ভাইবা দেবার আগের দিন আপনার চুল কাটাতে হবে,দাড়ি ক্লিন সেফ করাতে হবে,হাতের নোখ কাটাতে হবে।এমন ভাবে চুল কানানো যাবে না যাতে বখাটে দেখায়। এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে।মেয়েদের ক্ষেত্রে ও একই নিয়ম।মেয়েদের মার্জিত পোশাক পরিধান করতে হব।ছেলেদের কালো প্যান্ট,সাদা সার্ট রিং করে,কালো জুতা পরে ফর্মাল ড্রেসে ভাইবাতে গেলে ভালো দেখাবে।

ভাইবার আগের রাতে আপনার যা করণীয়

আমি যদি ভাইবা পরিক্ষার্থী হয়ে থাকেন তাহলে সঠিক পোস্ট টি পড়ছেন।যে কোনো চাকরির ভাইবা পরীক্ষার আগের দিন আপনার বেশি প্রেসার নেওয়া যাবে না। নতুন করে পড়াশোনা করার দরকার নেই এতো দিন যা পড়েছেন তা চোখ বুলিয়ে নিন।নতুন করে পড়ে আয়ত্তে আনতে গেলে আগের পড়া, জানা জিনিস ভুলে যাবেন।তাই এই বিষয় টি মাথায় রাখতে হবে। পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে।এই রাতে পর্যাপ্ত ঘুম ভাইবা ভালো করতে অনেক হেল্পফুল হবে।
ভাইবার দিন সকাল সকাল ভুম থেকে ওঠে ব্রাস,গোসল করতে হবে।পরিষ্কার পরিচ্ছন্নের কোনো বিকল্প হয় না।আপনি সবার কাছে সব দিক দিয়ে কি ভাবে ভালো হবেন এই চেষ্টা করতে হবে।মার্জিত পোশাক পরিধান করতে হবে।অনেকে গায়ের দুর্গন্ধে এড়াতে পারফিউম ব্যাবহার করেন।খেয়াল রাখতে হবে যাতে পারফিউম এর গন্ধ বেশি কড়া না হয়।মান সম্মত হতে হবে সবার কাছে।

ভাইবা দেওয়ার আগে যে ১০টি কাজ করণীয়

ভাইবা দেওয়ার যাত্রা ও পরবর্তী ধাপ

ভাইবা যে প্রতিষ্ঠানে বা যে স্থানে হবে সেখানে ভাইবা শুরুর মিনিমাম ৩০/৪৫ মিনিট আগে যাওয়ার চেষ্টা করতে হবে।রওনা দেওয়ার সময় আবার দেখে নিতে হবে প্রয়োজনীয় কাগজ পত্র সব ঠিক ঠাক নিয়েছেন তো।তার পর উপআল্লার  নাম নাম নিয়ে রওনা দিবেন।ভাইবা রুমে প্রবেশের সময় শিক্ষক মন্ডলীদের অনুমতি নিতে হবে।তারা অনুমতি দিলে ভিতরে প্রবেশ করতে হবে।তার পর বসতে বললে বসতে হবে।বসতে না বললে কিছুক্ষণ দাড়িয়ে থাকবেন।তার পর বসতে বললে বসবেন।বসার সময় চেয়ার এর আওয়াজ যাতে না হয় এই দিকে লক্ষ রাখতে হবে।

শিক্ষক মন্ডলীর প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম

ভাইবাতে শিক্ষক মন্ডলীর প্রশ্নের যথা যথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন।অযথা বাড়তি কথা বাড়াবেন না বা বলবেন না। অযথা ইংরেজি বলা যাবেনা। প্রশ্নটি আপনার জানা নেই সে প্রশ্নটি আপনি ভুল উত্তর বলবেন না। ভুল বলার চেষ্টা ও করবেন না। মনে রাখতে হবে ভুল বললে কোনদিনই কোন বিষয় কাকতালীয়ভাবে সঠিক হয় না। আর যে উত্তর আপনার  জানা নেই সে উত্তর টি বলবেন, এই মুহূর্তে মনে করতে পারছি না। কিন্তু বলা যাবে না যে জানি না বা পড়ি নি।
শিক্ষক মন্ডলীর দিকে তাকিয়ে কথা বলতে হবে। অহেতুক মাথা নিচে করে, দেওয়ালের কোনায় আশেপাশে ঘাড়,মাথা নাড়ানো যাবে না।স্পষ্টভাবে উত্তর দিবেন সকল প্রশ্নের।চোখের পাতা স্বাভাবিক ভাবে ফেলবেন।চোখ টিপি টিপি করবেন না, অযথা হাসবেন না দাঁত বের করে। এতে শিক্ষকরা আপনাকে বোকা ভাবতে পারে।ভাইবা শেষে আপনি অনুমতি পেলে রুমের বাহিরে বের হবেন।
ভাইবা দেওয়ার আগে যে ১০টি কাজ করণীয়

ভাইবা সংক্রান্ত উপরোক্ত আলোচনা শেষ মন্তব্য

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বাঝানো হলে যে  আপনি যদি ভালোভাবে একটি ভাইবা দিতে চান এসব বিষয়গুলি মাথায় রেখে ভাইবা দিতে হবে। একটি ভাইবা পারে আপনার জীবনের মোড় ঘোরাতে। ভালো ভাইবার কোন বিকল্প হয় না। তবে সবসময়ের জন্য মাথা ঠিক রেখে বলতে হবে ভাই রুম। নিজেকে সংযম রাখতে হবে। একটি ভাইবার উপর ডিপেন্ড করে আপনার ভবিষ্যৎ তৈরি হবে। আশা করি সব কিছু আপনি বুঝতে পেরেছেন। এভাবে ভাইবার রুমে ভাইবা দিবেন ভালো ফলাফল পাবেন চাকরি কনফার্ম হয়ে যাবে।
ধন্যবাদ শেষ পর্যন্ত মনযোগ দিয়ে  পড়ার জন্য।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি আকাশ ইনফো আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url