২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের তালিকা
২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের তালিকা। আজকের এই বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। এটা শুধু সম্ভব আধুনিক প্রযুক্তির
স্মার্টফোনের জন্য। আপনি কি স্মার্টফোন কিনতে চাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন
না যে কিরকম ভাবে স্মার্টফোনটি যাচাই-বাছাই করে কিনবেন? কি ব্যান্ডের ফোন কিনবেন?
তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
এ পোস্টের মাধ্যমে আপনি ফোন সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। ২০২৫
সালের জনপ্রিয় পাঁচটি স্মার্টফোনের তালিকা নিম্ন দেয়া হলো। যা বিশ হাজার টাকার
মধ্যে সীমাবদ্ধ ।আপনার বাজেট যদি ২০ হাজার টাকা হয় তাহলে পাঁচটি ফোন অনায়াসে
নিতে পারেন গ্যারান্টি যুক্ত।
সূচিপত্রঃ২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের তালিকা
- Samsung Galaxy M14 4g
- Oneplus Note N30 se 5g
- Xiaomi Redmi Note 13
- Vivo y29 (6gb+128gb)
- Oppo A30(6gb+128gb)
Samsung Galaxy M14 4g
২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের তালিকা থেকে ফোনটি এক নাম্বার। এই ফোনটির
অফিশিয়াল অফিশিয়াল মূল্য ১৫৯৯৯ টাকা। এটির মডেল samsung galaxy m14
(4GB+64GB). আরেকটি মডেল রয়েছে তার প্রাইজ ২০৯৯৯ টাকা ।এটির মডেল samsung
galaxy m14 (6GB+128GB). এক কথায় আপনার বাজেট যত ভালো হবে আপনি তত দামী ফোন
কিনতে পারবেন। এটির স্টোরেজ ৬৪ জিবি।
এটির রেম ৪জিবি। এটির মেইন ক্যামেরা (৫০+ ২+২)মেগাপিক্সেল। samsung galaxy m14
এর ফোন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এই ফোনটির ব্যাটারি (Li lin 500 mAh).এই
ফোনটির ডিসপ্লে ৬.৭ ইঞ্চি (১০৮০*২৪০০) পিক্সেল। samsung একটি ব্র্যান্ড। আপনি
অনায়াসে গ্যারান্টি ওয়ারেন্টি সহ এই ফোনটি কিনতে পারবেন সুলভ মূল্যে। ২০২৫
সালে ২০ হাজার টাকার মধ্যে এত সুন্দর একটি ফোন পাওয়া খুব দুর্দান্ত একটি
ব্যাপর। ফোনটি রিলিজ হয় ৭ই মার্চ ২০২৪ সালে।
Oneplus Note N30 se 5g
২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের তালিকা। ২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের তালিকার এইন ফোনটি একটি। ওয়ান প্লাস এন ও
আর ডি এন ৩০ এ সি ২০২৫ সালের বাজারে খুব উন্নত মানের একটি ফোন। হতে পারে এটি
আপনার পছন্দের তালিকায় এক নম্বর। এই ফোনটি ২০২৪ সালের ২৯ শে জানুয়ারি রিলিজ
হয়। তারপর থেকে এর চাহিদা এত পরিমানে বৃদ্ধি বাড়ছে বলে বোঝানোর মত না। এটির
কনফিগারেশন দুর্দান্ত।
ওয়ান প্লাস এন এন ও আর ডি এন ৩০ এ সি ফোনের মডেলটি ১৬ হাজার ৯৯৯ টাকায়
পাচ্ছেন। এটি একটি ব্র্যান্ড ওয়ান প্লাস ক্যাটাগরি স্মার্টফো।এটির লাস্ট আপডেট
ভার্সন ২১শে ডিসেম্বর ২০২৪। অফিসিয়াল মডেল প্রাইস 4gb+128gb (16,999)
অফিসিয়ালি নিলে ৫০০ টাকা কম। এই ফলটি ডিসপ্লে ৬ পয়েন্ট ৭২ ইঞ্চি এবং ১০৮০*2400 পিক্সেল। এই
ফোনটির ব্যাটারি ৫০০০ এম্পিয়ার। রেম ৪ জি, ক্যামেরা ৫০ মেগাপিক্সেল ।
Xiaomi Redmi Note 13
২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের তালিকা। Xiaomi Redmi Note 13 4G স্মার্ট বাংলাদেশের স্মার্ট টাচ ফোন। এই ফোনটির
অফিসিয়াল মূল্য ২০ হাজার টাকা। সব ধরনের কনফিগারেশন রয়েছে এতে। এটি ১৬ হাজার
৩০০ টাকায় পেয়ে যাব। এটির ভেরিয়েন্ট (৬ জিবি+ ১২৮ জিবি) ২০ হাজার
টাকা।(৮জিবি+২৫৬ জিবি) মূল্য ২২ হাজার ৯৯৯৯ টাকা(আনঅফিসা)। স্মার্টফোনের মধ্যে
২০২৫ সালের সেরা ৫টি ফোনের তালিকার মধ্যে এটি একটি। ভার্সন android ফ্রন্ট
ক্যামেরা ১৬ মেগাপিক্স। এই ফোন টির মেইন ক্যামেরা (১০৮+ ৮+ ২) মেগাপিক্সেলের।
এই ফোনটির ডিসপ্লে যথেষ্ট বড় ৬.৬৭ ইঞ্চি ১০৮০*২৪০০পিক্সেল। এই ফোনটির ব্যাটারি
ব্যাকআপ পাঁচ হাজার এম্পিয়ার। এই ফোনটি ১৫ জানুয়ারি ২০২৪ সালে রিলিজ পাই।
তারপরে অনেকক্ষণ বাজারে আসলেও এই ফোনটির চাহিদা এখন পর্যন্ত ওই তেমনি আছে। আপনার
বাজেট অনুযায়ী এই ফোনটি অনায়াসে ক্রয় করতে পারেন। এই ফোনটির ও এস ভার্সন ভি
১৩। ডিসপ্লে টাইপ এমওএলইডি । স্কিন টু বডি রেডিও ৮৭.৭১% ও স্ক্রিন প্রটেকশন গরিলা
গ্লাস ভি ৩ । তাই সেরা ফোন কিনতে চাইলে আপনার বাজেট অনুযায়ী ফোনটি কিনতে
পারেন।
Vivo y29 (6gb+128gb)
২০ হাজার টাকার মধ্যে পাঁচটি ভালো ফোনের তালিকা। Vivi Y29 ফোনটি অত্যন্ত
জনপ্রিয়। এই ফোনের এই মডেলের তিনটি ভেরিয়েন্ট রয়েছে যথা (6 GB+128GB) Price
19,999 টাকা। (8GB+256GB) Price 21,999 টাকা।(8 GB+256GB) Price 23,999 টাকা।
vivo y29 এই ফোনটি মেইন ক্যামেরা (৫০+২)মেগাপিক্সেল।
ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও ডিসপ্লে ৬.৬৮ ইঞ্চি ৭৫০ গুণন ১৬০৮
মেগাপিক্সেলের। খুব সুন্দর একটি ক্যামেরা বলতে গেলে এক কথায় অতুলনীয়।
ব্যাটারি ব্যাকআপ ৬৫০০ অ্যাম্পিয়ার এর থেকে আর ব্যাটারি ব্যাকআপ কখনোই ভালো
আশা করা যায় । তাছাড়াও ভিভো ফোনের ব্যাটারি অন্যান্য ফোনের তুলনায় অনেক
ভালো। ভিভো ওয়াই ২৯ ফোনটি 19 ফেব্রুয়ারি 2020 এ রিলিজ হয়।
Oppo A30(6gb+128gb)
২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের তালিকা। oppo a30 অত্যন্ত ভালো একটি
ফোন। এ ফোনের কনফিগারেশন এত কম টাকায় পাওয়া খুব ভালো একটা ব্যাপার। তাই আমি
যদি ফোন কিনতে চান এই ফোনটি অনায়াসে কিনতে পারেন। oppo a30 মূল্য ১৫৯৯০ টাকা।
২০ এ আগস্ট ২০২৪ সালে এটি রিলিজ হয়। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে । এ
ফোনটির ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং মেইন ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এই ফোনটির
ডিসপ্লে ৬.৬৭ মেগাপিক্স। ব্যাটারি পাঁচ হাজার অ্যাম্পিয়ার সেই দিক থেকে অনেক
ভালো একটি ফোন।
মন্তব্যঃবিশ হাজার টাকায় ভালো ফোনের তালিকা
২০,০০০ টাকার মধ্যে ৫টি ভালো ফোনের তালিকা। আমরা প্রতিনিয়ত ডিজিটাল যুগের মধ্যে ঢুকে যাচ্ছি। প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন স্মার্টফোন ছাড়া এখনকার যুবকরা চলতেই পারে না। স্মার্টফোন আমাদের যেমন ক্ষতিও করে তেমনটা ভালো করে আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন তাহলে আপনি অনেক উপকৃত হবেন এখান থেকে। তাই স্মার্টফোনটি যদি আপনার নিজের বাজেট অনুযায়ী ভালো হয় তাহলে মনের শান্তি। তাই উপরোক্ত বিভিন্ন ধরনের উদাহরণী ব্যান্ড সমূহের মধ্যে আপনার বাজেট অনুযায়ী একটি ভালো ফোন খুঁজে পাবেন।
আপনি আকাশ ইনফো আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url