ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি বিষয় সম্পর্কে জানুন

       

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন, তার পর ল্যাপটপ কিনুন। ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।সবাই এখন সকল সুযোগ সুবিধা একটির মধ্যে পেতে চাই।তাই সকল সুবিধা থাকাই এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন

আপনি কি ল্যাপটপ কিনতে চাচ্ছেন? ল্যাপটপ সম্পর্কে কিছু জানেন না? তাহলে আপনি সঠিক আর্টিকেল টি পড়ছেন। ল্যাপটপ সম্পর্কে এই সাতটি বিষয়ে জানার পর আপনার সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে। আসুন গুরুত্বপূর্ণ সাতটি বিষয় সম্পর্কে জানি। 

সূচিপত্রঃল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন 

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ বিষয় বাজেট

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন এবং তারপর ল্যাপটপ কিনুন। ল্যাপটপ কেনার আগে আপনার বাজেটটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে প্রয়োজনে ল্যাপটপটি কিনবেন আপনার বাজেট অনুযায়ী সেই ল্যাপটপটি প্রয়োজন মেটাতে পারবে তো? এ সম্পর্কে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। আপনার বাজারটি নির্ধারণ করার পর,সেই বাজেটের উপর নির্বাচন করতে হবে কোন ব্যান্ডের ল্যাপটপ আপনি কিনতে পারবেন। 

ল্যাপটপের দামের ওপর ভিত্তি করে আপনার ল্যাপটপে ভালো মানের স্টোরেজ, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, ব্র্যান্ড, ডিসপ্লে পাবেন।আপনার বাজেট নির্বাচন করার জন্য কিছু বিষয় বিবেচনা করা যায়। যেমন আপনি আপনার ল্যাপটপটি দিয়ে কি কাজ করবেন? আপনি কি ল্যাপটপটি ভিডিও দেখার জন্য কিংবা ডকুমেন্ট তৈরি করার জন্য কিনছেন? তাহলে আপনার ল্যাপটপের কনফিগারেশন কোর আই থ্রি বা রিজোন থ্রি প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ১২৮ জি বি এসএসডি কিনলেই হবে।

আপনি যদি আপনার ল্যাপটপটি দিয়ে ভারী কাজ অর্থাৎ গ্রাফিক ডিজাইন, গেমিং করতে চান তাহলে আপনার ল্যাপটপের কনফিগারেশন অনেক ভালো নিতে হবে। তাই শক্তিশালী প্রসেসর,৮/১২ জি বি র‍্যাম, ওয়ান টেরাবাইট কিংবা ২৫৬ জি বি এস এস ডি কিনলেই হবে।   এক্ষেত্রে বাজেটটা একটু বেশি লাগবে।

আপনার বাজেটের উপর ব্যান্ড সিলেক্ট করা

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ সাতটি বিষয় সম্পর্কে জানুন। চারটি বিষয়ের মধ্যে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনি কি ব্যান্ডেল ল্যাপটপ কিনবেন? বাজেটের উপর ডিপেন্ড করে ল্যাপটপের ব্যান্ড নির্বাচন করতে হয়। বর্তমান আমাদের এই ডিজিটাল বাংলাদেশে অনেক ধরনের ব্যান্ড রয়েছে। বাজেটের উপর ডিপেন্ড করে ব্যান্ড নির্বাচন করতে হয়। 

বাজারে বিভিন্ন ধরনের ব্যান্ড এখন দেখতে পাওয়া যায়, যেমন এইচপি, ডেল, লেনোভো,আসুস,আচের,আপ্পলে ইত্যাদি।আপনি বিভিন্ন ধরনের ব্যান্ড সম্পর্কে ধারণা নেওয়ার পর আপনি ল্যাপটপ কিনবেন। তবে ল্যাপটপের স্পিসিফিকেশন অর্থাৎ ল্যাপটপের প্রসেসর (core i3, i5, i7) র‍্যাম,ডিসপ্লে ও গ্রাফিক্স কার্ড ইত্যাদি দেখে নিতে হবে।ব্যবহারের উদ্দেশ্য, বাজেট, পর্যালোচনা  ইত্যাদি সম্পর্কে ভাবতে হবে।

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ বিষয় সাইজ বাছাই

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ সাতটি বিষয় সম্পর্কে জানুন। ল্যাপটপ কেনার জন্য এই সাতটি বিষয়ে অত্যন্ত জরুরি। এই সাতটি বিষয়ের মধ্যে তিন নম্বর বিষয়টি হলো ল্যাপটপের ডিসপ্লে। আপনি ল্যাপটপে কি ধরনের কাজ করবেন তার ওপর নির্ভর করে ডিসপ্লে ছোট বড় নিতে হবে। যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে একটু বড় সাইজের ল্যাপটপ নেওয়াটা বেটার। 
ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনের কাজ করলেও আপনার ল্যাপটপের সাইজ বড় নিতে হবে। ল্যাপটপের সাইজ বিভিন্ন ধরনের পাওয়া যায়। ল্যাপটপে ডিসপ্লের পাশাপাশি ভালো রেজোলেশন অত্যন্ত জরুরী। ল্যাপটপের ডিসপ্লের সাইজ ১৩ থেকে ১৫ ইঞ্চি সাধারণত ভালো ভিজুয়াল অভিজ্ঞতা দেই। বড় ডিসপ্লের মধ্যে ১৭ ইঞ্চি ডিসপ্লে একটু ভারী হতে পারে তবে বড় স্কিনের অনেক সুবিধা রয়েছে।

ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি সম্পর্কে জানুন

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ সাতটি বিষয় সম্পর্কে জানুন। তার মধ্যে আপনার অবশ্যই জানতে হবে ল্যাপটপের ডিসপ্লের কোয়ালিটি সম্পর্কে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি যত ভালো হবে আপনার কাজ করতে তত সুবিধা হবে ভালো হবে। বিভিন্ন ডিসপ্লের কোয়ালিটির ল্যাপটপ বাজারে বিক্রি হয়। আপনি যে কাজটি করবেন সে কাজের অনুযায়ী ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি নির্বাচন করবেন। ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি দুই রকমের হয়ে থাকে স্কিন টাচ এবং ম্যানুয়াল।
ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটির স্কিন টাচটি অনেক সুবিধা। ম্যানুয়ালটিও অনেক ভালো তবে ম্যানুয়াল এর তুলনায় ডিসপ্লে কোয়ালিটি দেখতে গেলে স্কিন টাসটি অনেক সুবিধা । ডিসপ্লেতে টাচ করলেই ল্যাপটপ ব্যবহার করতে পারবেন আর ম্যানুয়াল ল্যাপটপটি নিলে মাউথ কিবোর্ড ইউজ করতে হয়। ডিসপ্লে কোয়ালিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজোলিউশন। এটির জন্য ডিসপ্লের পিক্সেল, সংখ্যা, ছবি এবং লেখা অনেক স্পষ্ট দেখায়। সাধারণত ফুল এইচডি (১৯২০ গুণ ১০৮০)রেজোলিউশন ব্যবহারের জন্য অত্যন্ত ভালো। ।

ল্যাপটপটির ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানুন

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন । ল্যাপটপ কেনার আগে এই ব্যাটারী সম্পর্কে আপনার জানতে হবে। আমরা মূলত ডেস্কটপ না কিনে ল্যাপটপ কেনার চিন্তাভাবনা করি । কারণ ল্যাপটপ যেখানে সেখানে বহন করে নিয়ে যাওয়া যায়। বিদ্যুৎ না থাকলেও এটি তিন থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করা যায়। এটি মূলত ব্যাটারির মাধ্যমে চলে। সুতরাং আপনার ল্যাপটপ এর ব্যাটারিটি যদি ভালো হয় তাহলে দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন  তাই ল্যাপটপ কেনার আগে আপনাকে অবশ্যই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

ল্যাপটপের কিবোর্ড ও চ্যাটপ্যাড পরীক্ষা করে নেওয়া

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন । ল্যাপটপ কেনার আগে আপনার ল্যাপটপের কিবোর্ড এবং চ্যাট প্যাড সম্পর্কে অবশ্যই জানতে হবে। একটি ল্যাপটপে কিবোর্ড এবং চ্যাট প্যাড খুবই গুরুত্বপূর্ণ একটি বিষ। কি বোর্ডের মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি। আর চ্যাট পেটের মাধ্যমে আমরা মাউসের কাজ করে থাকি। আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ করে থাকি হঠাৎ চ্যাট প্যাড কাজ করে না।  তাই ভালো ল্যাপটপ কিনলে ভালো চ্যাট প্যাড এবং ভালো কিবোর্ড পাওয়া যায়।

সকল মডেলের কনফিগারেশন সম্পর্কে ধারনা নেওয়া

আপনি কত টাকায় ল্যাপটপটি কিনবেন, বাজেট কত? তার উপর ডিপেন্ড করে আপনার কোম্পানি অর্থাৎ ব্র্যান্ড নির্বাচন করতে হবে।আপনি ল্যাপটপ কেনার আগে ঐ ল্যাপটপ টি সম্পর্কে সব কিছু জানার চেষ্টা করবেন। যে ল্যাপটপের সলিড স্টেট ড্রাইভ এবং হার্ড ডিক্স ড্রাইভ অর্থ্যাৎ SSD,HDD কত? লয়াপটপে ব্যাটারি ব্যাকাপ কত? ল্যাপটপ টি টার্চ স্কিন না ম্যানুয়াল?ফিঙ্গার কাজ করে কিনা?ক্যামেরা,সাউন্ড সিস্টেম কাজ করে কি না? অর্থাৎ কনফিগারেশন কেমন? এই গুলে মাথায় রেখে কিনতে হবে।এখন আসি কোন ব্যান্ডের ল্যাপটপ কিনবেন,আপনার বাজে কত?

বর্তমান বাংলাদেশ ল্যাপটপ কেনার আগে সর্ব প্রথমে মাথায় আসে কোন ব্যান্ডেল ল্যাপটপটি ভালো হবে?তাহলে চলুন আমরা জানি বাংলাদেশে এখন বর্তমানে কোন কোন ব্যান্ড শীর্ষ স্থানে রয়েছে? তাদের কনফিগারেশন কেমন? বাংলাদেশ বাজারে কোনটির  চাহিদা কেমন? দাম কেমন এই সব সম্পর্কে জানবো।তাহলে চলুন আর দেরি না করে মূল কথাই যাই।

বর্তমান বাংলাদেশ বাজারে শীর্ষ সেরা  ব্যান্ড নিম্নরুপ 

বর্তমান বাংলাদেশ বাজারে শীর্ষ সেরা  ব্যান্ড HP

বর্তমান বাংলাদেশে এখন জনপ্রিয় মধ্যে এইচ পি ল্যাপটপ খুবই ভালো।এটির স্থায়িত্ব এবং অসম্ভব কর্ম ক্ষমতার কারণে এটি অনেক বেশি জনপ্রিয়।এই ল্যাপটপটি শুধু বাংলাদেশের মাটিতে না বিদেশের মাটিতেও অনেক জনপ্রিয়। বিভিন্ন বাজেটে এটি কিনা যায় যেমন তারা সেরকম কনফিগারেশন এর মূল্যে ল্যাপটপ কিনে।বিভিন্ন দামের ল্যাপটপ যেমন ৩০ থেকে ৪০ হাজারের মধ্যে ৬০ থেকে ৮০ হাজারের মধ্যে এর থেকে ২ লাখ।

বর্তমান বাংলাদেশ বাজারে শীর্ষ সেরা ব্যান্ড লেনোভো

বর্তমানে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সাতটি ব্যান্ডের ল্যাপটপ এর মধ্যে লেনোভো ব্যান্ডটি অন্যতম। শুধু বাংলাদেশী না এটি পুরো বিশ্বকে মাতিয়ে রেখেছে। সকল ধরনের মানুষ এটি ক্রয় করতে পারে। এটি মূলত ৩০ হাজার থেকে ৪০ হাজার, ৫০ হাজার থেকে ৭০ হাজার, ৯০ হাজার থেকে দেড় লাখ হয়ে থাকে।বিভিন্ন রেঞ্জ অনুযায়ী বিভিন্ন দামের হয়ে থাকে। তাই এটি সব ধরনের মানুষই ব্যবহার করতে পারে। lenovo একটি বিশ্বস্ত ব্র্যান্ড এটি ক্রয় করে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

বর্তমান বাংলাদেশ বাজারে শীর্ষ সেরা  ব্যান্ড ডেল

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন। ল্যাপটপ কেনার আগে অবশ্যই আপনাকে কোন ব্যান্ড টি ভালো সেটি জেনে নির্বাচন করতে হবে।বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা ল্যাপটপ গুলির মধ্যে (ডেল) অন্যতম।এটি একটি পুরাতন ল্যাপটপ ব্যান্ড।এটি শুধু বাংলাদেশ নয় বিদেশের মাটিতে এর চাহিদা ব্যাপক।এটি একটি শুনম ধন্য ব্যান্ড।তাই অনায়েসে কিনতে পারবেন।
ডেল বাংলাদেশে বিভিন্ন ঈদ অফার গ্রীষ্মকালীন অফার দিয়ে থাকে। আপনি আপনার নির্দিষ্ট বাজেট অনুযায়ী সুলভ মূল্যে dell ল্যাপটপটি কিনতে পারবেন। এটি মূলত ৩০ হাজার থেকে ৪০ হাজার, 70 হাজার থেকে এক লক্ষ  ,  এক লক্ষ ২০ হাজার থেকে থেকে দুই লক্ষ। যেরকম কনফিগারেশন নিবেন সেরকম দামের ল্যাপটপ পাওয়া যাবে।
ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন

বর্তমান বাংলাদেশ বাজারে শীর্ষ সেরা  ব্যান্ড Acer

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন । বর্তমানে বাংলাদেশে (এস সি ই আর) ব্যান্ড অন্যতম একটি ভাল ব্যান্ড। ল্যাপটপ টি ৫ থেকে ৭ বছর ব্যবহার করতে পারবেন। এটির কনফিগারেশন খুবই ভালোএবং উন্নত। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে অনেক শুনাম রয়েছে।নিজের নির্দিষ্ট বাজেট অনুযায়ী এই ল্যাপটপটি ক্রয় করতে পারবেন। এটিও মূলত ত্রিশ হাজার থেকে ৪০ হাজার ৫০ হাজার থেকে ৬০হাজার আশি হাজার থেকে দুই লাখ এর মধ্যে বিভিন্ন বাজেটে অনুযায়ী ল্যাপটপ কিনতে পারবেন।
বিশ্বাস করতে পারেন এই ল্যাপটপ ব্যান্ডের উপর। বিগত সাল গুলো লক্ষ্য করলে, গুগলে সার্চ দিলে এই ব্যান্ড টির অনেক সুনাম দেখতে পাবেন। যেহেতু ল্যাপটপ একবার নিবেন ভালো দেখে নিবেন। যাচাই-বাছাই করে নিবেন।

বর্তমান বাংলাদেশ বাজারে শীর্ষ সেরা  ব্যান্ড Samsung

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ সাতটি বিষয় সম্পর্কে আপনার অবশ্যই জানতে হবে।এর মধ্যে একটি বিষয় হচ্ছে আপনি কোন কোম্পানির বা কোন ব্যান্ডের ল্যাপটপ কিনবেন? আকাশ ইনটু আই টি নিশ্চিন্ত ব্যান্ড সিলেক্ট করে দিবে। তাই আপনি হয়তো অবশ্যই samsung নাম শুনেছেন। এটি একটি অতি প্রাচীনতম ব্যান্ড। বাংলাদেশ তো রয়েছে পাশাপাশি বাইরের দেশগুলোতে samsung অনেক অনেক মূল্যবান একটি ব্র্যান্ড।
এটির খ্যাতি বলে শেষ করার মতো না। এটি যেমন স্মার্টফোনে খ্যাতিমান অর্জন করেছে পাশাপাশি ল্যাপটপেও খ্যাতি রয়েছে। তবে ল্যাপটপ কিনতে গেলে স্যামসাংয়ের বাজেট বেশি লাগবে। ভালো বাজেটে ভালো জিনিস বুঝতেই তো পারছেন। এটি মূলত ৭০ হাজার থেকে এক লক্ষ ১লক্ষ ২০ হাজার থেকে ২ লক্ষ ও  আড়াই লক্ষ এর মধ্যে ভালো কনফিগারেশনে ল্যাপটপ পাওয়া যায়। তাই দেরি না করে আপনার পছন্দনীয় samsung ব্যান্ড টি ক্রয় করতে পারেন।               

বর্তমান বাংলাদেশ বাজারে শীর্ষ সেরা  ব্যান্ড Asus                       

ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ ৭টি  বিষয় সম্পর্কে জানুন । আপনি যদি একজন ল্যাপটপ ক্রেতা হয়ে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। আপনি কোন ব্যান্ড কিনবেন বুঝতে পারছেন না? আপনি কি কোম্পানির কিনবেন আপনার ল্যাপটপের ভবিষ্যত কেমন হবে কনফিউশনদূর হয়ে যাবে। তার জন্য আকাশ ইনফো আইটি রয়েছে।আশা করি আপনি ভরসা রাখবেন।আকাশ ইনফো আইটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য প্রস্তুত। আজকের জানার বিষয় হচ্ছে কোন ব্র্যান্ডের ল্যাপটপটি কিনলে ভালো হবে। তো আকাশ ইন ফো আইটি বলছে Asus ল্যাপটপ অনেক ভালো।
বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটি ও জনপ্রিয়তা অনেক।এ কোম্পানি আপনি সুলভ মূল্যে নিতে পারবেন। বিভিন্ন দামে ল্যাপটপটি বিক্রি হয় ৫০ থেকে ৮০ হাজার ৯০থেকে ১ লাখ। দেড় লাখ থেকে ২ লাখ থেকে তিন লাখ বিভিন্ন দামে বিভিন্ন কনফিগারেশনে এই ল্যাপটপটি বাংলাদেশের বাজারে পাবেন। ল্যাপটপ ব্যবহার করবেন তাহলে ব্র্যান্ডের ল্যাপটপটা ব্যবহার করুন। ভালো মানের একটি ল্যাপটপ আশা করি কোন প্রবলেম দেখা দিবে না।

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে শেষ কথা

আপনার যদি অনেক বেশি বাজেট থাকে তাহলে আপনি আপেলের ল্যাপটপ ব্যান্ড নিতে পারেন। বাজারে এর অনেক দাম।এর জন্য বাজেট দুই থেকে তিন লাখ, চার লাখ পাঁচ লাখ টাকা অব্দি হয়ে থাকে। তবে বাজেট কম হলে উপরোক্ত এই ছয়টি ব্যান্ড রয়েছে। এগুলোর মধ্যে সিলেট করে আপনি আপনার ল্যাপটপের স্বপ্ন পূরণ করতে পারবেন। আকাশ ইনপো আইটি এরকম অজানা সকল ধরনের তথ্য দিয়ে থাকে। তাই ওয়েবসাইটটি ভিজিট করে পাশে থাকবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি আকাশ ইনফো আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url